অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প: উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরিহার করলে ধনী ও নিরাপদ রাষ্ট্রে পরিণত হবে


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গতকাল এ রকম পুর্বাভাস দেন যে উত্তর কোরিয়া যদি তার পরমাণু অস্ত্র পরিহার করতে রাজি হয় , তা হলে দেশটি অত্যন্ত ধনী হবে এবং তিনি আশ্বাস দেন যে কিম পরিবারকে ক্ষমতায় থাকার জন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হবে। তবে ট্রাম্প সতর্ক করে দেন যদি সে দেশের নেতা কিম জং ঊন এ রকম চুক্তি করতে রাজি না হন , তা হলে সেই দারিদ্র পীড়িত দেশটি শেষ হয়ে যাবে।

নেটো প্রধান জেন্স স্টলটেনবার্গের সঙ্গে তাঁর ওভাল অফিসে দেওয়া এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প সংশয় প্রকাশ করেন যে কিম এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ‘এর সঙ্গে সম্প্রতি দ্বিতীয়বার বৈঠকের কারণেই যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিযার মধ্যে ১২ই জুন আসন্ন শীর্ষ বৈঠক সম্পর্কে উত্তর কোরিয়ার মনোভাব পরিবর্তন হয়ে থাকতে পারে। তিনি বলেন চীনা প্রেসিডেন্ট শি হয়ত কিম জং ঊনের উপর প্রভাব বিস্তার করে থাকতে পারেন।

ট্রাম্প অবশ্য বলেন যে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার কর্মকর্তাদের মধ্যে বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং উত্তর কোরিয়ার কর্মকর্তারা এমন ভাব দেখাচ্ছেন যেন কিছুই হয়নি। যদিও পিয়ংইয়ং সরকার এই শীর্ষ বৈঠক সম্পর্কে তাদের সংশয় প্রকাশ করছে। গতকাল দিনে আরও আগের দিকে উত্তর কোরিয়ার প্রধান আলোচক রী সন গুয়ান , দক্ষিণ কোরিয়ার সরকারকে অজ্ঞ ও অযোগ্য বলে অভিহিত করেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পর , উত্তর কোরিয়া দক্ষিণের সাথে আলোচনা বন্ধ করে দেয়ার পর , পিয়ংইয়ং সোওল এর বিরুদ্ধে এ রকম কথা বলে চলেছে।

ভয়েস অফ আমেরিকার বার্তা বিভাগ যখন জানতে চায় যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনা শুরু না হলেও কি , ট্রাম্প-কিম শীর্ষ বৈঠক হবে , তখন হোয়াইট হাউজের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স বলেন যে আগামি সপ্তায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন যুক্তরাষ্ট্রে যখন আসবেন তখন পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হবে।

XS
SM
MD
LG