যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যানটনি কেনেডি যিনি অবসর নিচ্ছেন, তার স্থলে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যাকে মনোনয়ন করতে চান, আজ সোমবার রাতে তিনি তাঁর নাম ঘোষণা করবেন।
ওই ঘোষণার পর সম্ভবত সেনেটে মনোনয়ন শুনানীর ব্যাপারে ব্যাপক তর্ক বিতর্ক হবে। সেনেটে রিপাবলিকানরা অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে আছে। ওদিকে ডেমোক্রাটরা বলছেন ট্রাম্পের মনোনিত বিচারপতির অনুমোদন বিষয়ে তারা লড়তে প্রস্তুত।
ঘোষণার আগে ট্রাম্প টুইটারে বলেন তিনি দীর্ঘ দিন ধরে শুনে আসছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সবচাইতে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি বেছে নেওয়া।
প্রেসিডেন্ট তাঁর সাপ্তাহিক ভাষণে বলেন তাঁর সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে এমন একজন বিচারপতি বেছে নেওয়া যিনি সংবিধানের সঠিক ব্যাখ্যা দেবেন।