অ্যাকসেসিবিলিটি লিংক

দেওয়াল নির্মাণের অর্থ বরাদ্দ না করলে সরকার বন্ধের হুমকী দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প


U.S. President Donald Trump waves after a campaign rally in Washington Township, Michigan, April 28, 2018.
U.S. President Donald Trump waves after a campaign rally in Washington Township, Michigan, April 28, 2018.

যুক্তরাষ্ট্রের কংগ্রেস যদি সীমান্ত নিরাপত্তার জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ না করে তাহলে সরকার বন্ধ করে দেওয়ার হুমকী দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন আমেরিকা ও মেক্সিকোর মধ্যে দেওয়াল নির্মাণের অর্থ অন্তর্ভুক্ত থাকতে হবে সীমান্ত নিরাপত্তার ওই অর্থায়নে।

গত মাসে ট্রাম্প ১ লক্ষ ৩ হাজার কোটি ডলারের বাজেট বিল সাক্ষর করেন যার ফলে সেপ্টেম্বরের শেষ নাগাদ সরকার খোলা থাকবে।

শনিবার মিশিগানে এক রাজনৈতিক সমাবেশে প্রেসিডেন্ট বলেন ২৮ সেপ্টেম্বর কংগ্রেসে বাজেট বিলে ভোট হবে। তিনি বলেন ওই বিলে দেওয়ালের জন্য অর্থ বরাদ্দ না থাকলে তিনি তাতে সাক্ষর করবেন না।

ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের সময় তার নির্বাচন প্ল্যাটফরমের একটা বড় অংশ ছিল দেওয়াল নির্মাণেরর বিষয়টি।

XS
SM
MD
LG