উগ্রবাদী ইসলামপন্থী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সোমবার যুক্তরাষ্ট্র ও মিশর মতৈক্যে পৌছুবে বলে অনুমান করা হচ্ছে। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল সিসি সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় “ ঐতিহাসিক ভাবে দু দেশের মধ্যে সম্পর্ক নিরাপত্তার স্বার্থে জোরদার ছিল। বর্তমানের সংশ্লিষ্টতায় সেটি একটা প্রধানবিষয়ে থাকবে।”
ওই বিবৃতিতে মিশরের প্রেসিডেন্টের প্রশংসা করা হয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে তাঁর কঠোর নীতির কারণে।