অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেনের জয় স্বীকার করেও, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন "হার মানছি না " 


biden trump
biden trump

রবিবার, প্রথমবারের মতো জো বাইডেন, দু'সপ্তাহ আগে নির্বাচনে জয়ী হয়েছেন বলে দৃশ্যতঃ স্বীকার করেও, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি হার মানছেন নাI তারপর অগণিত টুইটার বার্তায় তিনি তাঁর ভিত্তিহীন দাবি বজায় রেখে বলেন, তাঁর ভোট জালিয়াতির জন্য তিনি হেরেছেনI

রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ট্রাম্প, সরকারিভাবে জো বাইডেনের কাছে হার মানতে অস্বীকৃতি জানালেও, যুক্তরাষ্ট্রের সকল বৃহৎ সংবাদ মাধ্যমগুলি এক সপ্তাহধরে জানায় যে, প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন এবং ২০শে জানুয়ারী তিনি শপথ গ্রহন করবেনI

জো বাইডেনের মনোনীত হোয়াইট হাউসের চিফ অব স্টাফ, রণ ক্লেইন, এনবিসি'র 'মিট দি প্রেস' অনুষ্ঠানে বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার বার্তা, জো বাইডেনকে প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট নন নির্ধারণ করবে না, আমেরিকান জনগণ সেই রায় দিয়ে দিয়েছেন"I

XS
SM
MD
LG