অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার নেতার মধ্যে শীর্ষ বৈঠকটি হবে সিঙ্গাপুরে


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তাঁর শীর্ষ বৈঠকটি হবে , সিঙ্গাপুরে আগামি বারোই জুন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তাঁর শীর্ষ বৈঠকটি হবে , সিঙ্গাপুরে আগামি বারোই জুন।

ট্রাম্প আজ টুইটারে জানিয়েছেন আমরা উভয়ই বিশ্ব শান্তির জন্য এটিকে বিশেষ মূহুর্তে পরিণত করতে চাই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প , উত্তর কোরিয়া থেকে মুক্তি পাওয়া তিনজন আমেরিকানকে আজ খুব ভোরে স্বাগত জানিয়ে ঘোষণা করেন যে পিয়ংইয়ং এর সঙ্গে আমাদের এক নতুন সম্পর্কের সূচনা হচ্ছে।

হোয়াইট হাউজ থেকে ২৫ কিলোমিটার দূরে ম্যারিল্যান্ড রাজ্যের Joint Base Andrews এর এই আয়োজনে , ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে তিনি যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর জেট এ আরোহণ করে , এই তিনজনের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন। এই তিনজন উত্তর কোরিয়ায় বন্দী ছিলেন।

দুটি অগ্নিনির্বাপক ট্রাকের সাহায্য , একটি বিশাল আমেরিকান পতাকা তুলে ধরা হয় , যা তাদের আগমনে পেছনের পর্দা হিসেবে কাজ করে।

ঐ সামরিক বিমান থেকে নেমে আসার পর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও এই তিনজন কোরিয়ান-আমেরিকানকে স্বাগত জানান।

করমর্দনের পর , এই তিনজনের পাশে দাঁড়িয়ে প্রেসিডেন্ট তাদের মুক্তি দেওয়ার জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊনকে ধন্যবাদ জানিয়ে বলেন , আমার মনে হয় , তিনি সত্যিই কিছু করতে চান , উত্তর কোরিয়াকে নিয়ে আসতে চান বাস্তব জগতে।

এর আগের দিন পিয়ংইয়ং ‘এ পম্পেও উত্তর কোরিয়ার নেতার সঙ্গে ৯০ মিনিটের এক বৈঠকের পর এই তিনজনকে একই সাথে মুক্তি দেওয়া হয়। ট্রাম্প এবং কিমের মধ্যকার শীর্ষ বৈঠকের আগে , আমেরিকান বন্দী-মুক্তির ঘটনাটি ঘটলো।

XS
SM
MD
LG