যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্যে সদ্য নির্বাচিত ডনাল্ড ট্রাম্প বলেছেন-কার্যভার গ্রহনের প্রথম দিনটিতেই তিনি আনুষ্ঠানিক যেসব বিজ্ঞপ্তি-নির্দেশ জারি করবেন তার ভেতর একটি হবে ট্রান্স প্যাসিফিক পার্টনারশীপ TPP শরিকানা সম্পর্ক থেকে যুক্তরাষ্ট্রের হঠে আসা – যেটা কিনা তাঁর, এ্যামেরিকার স্বার্থই সর্বাগ্রে- এই নীতিরই প্রতিফলন মাত্র।সোমবারের ইউ টিউবে দেওয়া বার্তায় ট্রাম্প, ট্রান্স প্যাসিফিক পার্টনারশীপ TPPকে যুক্তরাষ্ট্রের জন্যে বিপর্যয়কর এক ভবিষ্যতের ইঙ্গিতবহ ক্ষেত্র রুপে চিহ্নিত করেছেন।বলেছেন- এর বদলে আমরা বরং সঙ্গত-দ্বিপাক্ষিক বানিজ্য রফা সম্পন্ন করবো যার ফলোদয়ে এ্যামেরিকার তটভূমিতে আবার হৃত কর্মসংস্থান ফিরে আসবে- শিল্প স্থাপনা ঘরে ফিরবে আবার। বলেন ট্রাম্প। গোটা নির্বাচনী প্রচারনার সময়টাতে ট্রাম্প বারটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশের সমন্বয়ে গঠিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশীপ TPP এবং ক্যানাডা ও মেক্সিকোর সঙ্গে জোট বাঁধা উত্তর এ্যামেরিকা অবাধ বানিজ্য চুক্তি NAFTA-র বিরোধীতা করেছেন। বলেছেন-এ্যামেরিকার স্বার্থের অনুকূল নতুন চুক্তি গড়বেন তিনি।
ডনাল্ড ট্রাম্প বলেছেন-কার্যভারের প্রথম দিনেই তিনি TPP শরিকানা থেকে হঠে আসার নির্দেশ দেবেন
