অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের আপিল আদালত, ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর বলবৎ করার আবেদন প্রত্যাখ্যান করেছে


Washington Attorney General Bob Ferguson talks to reporters Friday, Feb. 3, 2017, following a hearing in federal court in Seattle. A U.S. judge on Friday temporarily blocked President Donald Trump's ban on people from seven predominantly Muslim countries
Washington Attorney General Bob Ferguson talks to reporters Friday, Feb. 3, 2017, following a hearing in federal court in Seattle. A U.S. judge on Friday temporarily blocked President Donald Trump's ban on people from seven predominantly Muslim countries

ট্রাম্প প্রশাসন যে সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আসার উপর নিষেধাজ্ঞা, তাৎক্ষনিক পুনর বলবৎ করার আবেদন জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের এক আপিল আদালত, তা প্রত্যাখ্যান করেছে।

স্যান ফ্রানসিসকোতে যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপিল আদালত, রবিবার ভোরে,

ট্রাম্প প্রশাসন এবং ওয়াশিংটন রাজ্যকে সোমবার দুপুরের মধ্যে আরও যুক্তি ও ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করেছে।

শনিবার রাতে অস্থায়ী সলিসিটার জেনারেল নোয়েল ফ্রানসিসকো সরকারের পক্ষে যুক্তি দেন যে, দেশে কে ঢুকতে পারবে বা থাকতে পারবে সে বিষয়ে প্রেসিডেন্টের কর্তৃত্ব “মূলত বিচার বিভাগীয় নিয়ন্ত্রণের বাইরে।”

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ওয়াশিংটন স্থানীয় সময় শনিবার রাতে – রবিবার খুব ভোরে আপিল করে। তার আগে কেন্দ্রীয় বিচারক সাময়িক ভাবে ওই নিষেধাজ্ঞা স্থগিত করে।

XS
SM
MD
LG