প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরে ট্রি অফ লাইফ সিনাগগ পরিদর্শন করেছেন যেখানে শনিবার একজন বন্দুকধারী ১১ জন উপসানাকারীকে হত্যা করে।
ট্রাম্প সিনাগগের রাবাই জেফ্রি মাইয়ার্স এবং যুক্তরাষ্ট্রে ইসরাইলের রাষ্ট্রদূত রন ডার্মারের সঙ্গে করমর্দন করেন।
ট্রাম্পের জামাই , জ্যারেড কুশনার , যিনি ইহুদিদের বিশেষ টুপি পরেছিলেন এবং তাঁর কন্যা ইভাংকা ট্রাম্প , যিনি কুশনারকে বিয়ে করার সময়ে ইহুদি ধর্ম গ্রহণ করেন , তাঁরা দু জনই প্রেসিডেন্টের সঙ্গে ঐ সিনাগগে যান।
একটি বিশাল বিক্ষোভকারির দল , যারা মনে করে না যে প্রেসিডেন্টের এই পরিদর্শন যথার্থ , তারা কাছেই মিছিল করে যায়।
পিটসবার্গে ট্রাম্প , নিহতদের স্বজনদের কাছে শোকবার্তা দিয়েছেন এবং এই গুলির ঘটনায় তড়িৎ গতিতে সাড়া দেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
তবে কোন কোন রাজনীতিক বলছেন যে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদি মনোভাব ত্যাগ না করা পর্যন্ত , প্রেসিডেন্টের উচিৎ হবে এ সব থেকে দূরে থাকা। পিটসবার্গে ইহুদিদের একটি সক্রিয় সংগঠন Bend the Arc যারা প্রেসিডেন্টের নীতির বিরুদ্ধে কাজ করছে , ট্রাম্পকে তাঁর সফর বাতিল করতে বলছে।
পিটসবার্গের ডেমক্র্যাট মেয়র উইলিয়াম পেডুটো বলেন , নিহতদের পরিবার যখন শেষকৃত্য করছে তখন ট্রাম্পের আসা উচিৎ নয়।