অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের আবারও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন


আজ শনিবার , দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বন্যায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চল পরিদর্শন করছেন । এর একদিন আগে গতকাল তিনি বন্যার ত্রাণ প্রকল্পের জন্য কংগ্রেসকে আট শ কোটি ডলার বরাদ্দ করার অনুরোধ জানিয়ে চিঠি লেখেন।

আজ তিনি, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে হিউস্টন , লেক চার্লস এবং লুইজিয়ানায় থামবেন এবং হারিকেন হারভের কারণে বন্যায় যে সব ক্ষতি হয়েছে তা সরেজমিনে দেখবেন। তিনি সেখানকার বাশিন্দা এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে ও কথা বলতে পারেন , যা তিনি মঙ্গলবারে করেননি এবং যে জন্য পরিস্থিতির শিকার লোকদের প্রতি সমবেদনা না জানানোর জন্য তিনি সমালোচিত হন।

কংগ্রেসের কাছে অর্থ বরাদ্দের যে অনুরোধ তিনি করেছেন তা হচ্ছে কেবল মাত্র হার্ভে ত্রাণ প্যাকেজের প্রাথমিক অংশ যা মধ্যে রয়েছে Federal Emergency Management Agency (FEMA) ‘র জন্য রয়েছে সাত কোটি চল্লিশ লক্ষ ডলার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৪৫ কোটি ডলার।

XS
SM
MD
LG