অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের মূল্যায়ন করলেন মোহাম্মদ উল্লাহ


President Donald Trump gestures toward Democrats while addressing a joint session of Congress on Capitol Hill in Washington, Feb. 28, 2017.
President Donald Trump gestures toward Democrats while addressing a joint session of Congress on Capitol Hill in Washington, Feb. 28, 2017.

মঙ্গলবার রাতে ট্রাম্প শাসন আমলের প্রায় দেড় মাসের মাথায় কংগ্রেসের যুগ্ম অধিবেশনে ডনাল্ড ট্রাম্প যে ভাষণ দেন সেটা বেশ সুসংবদ্ধ এবং নিটোল-দৃপ্ত বক্তব্য বলে অনেকের কাছেই মনে হয়েছে। এতে অন্যান্য বিষয়ের সঙ্গে তিনি অবকাঠামো খাতে পুনর্গঠন বাবদে এক লক্ষ কোটি বরাদ্দের আহ্বান জানিয়েছেন – সামরিক ব্যয় বৃদ্ধির সুপারিশ করেছেন, ব্যবসা মহল-মধ্যবিত্তের জন্যে কর হ্রাসের কথা বলেছেন। কিন্তু বহূ প্রত্যাশিত – বহূল আলোচিত অভিবাসন প্রশ্নে যাই বলেছেন তাতে সংশ্লিষ্টদের অনেকেরই উদ্বেগ-আশংকার উপশম বড়ো একটা হয়নি বলেই বলা হচ্ছে। এই প্রশ্নের জবাবে সাংবাদিক মোহাম্মদ উল্লাহ প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের মূল্যায়ন করেন।

সাংবাদিক মোহাম্মদ উল্লাহর সাক্ষাৎকার নেন ভয়েস অফ আমেরিকার সরকার কবীরউদ্দীন।

please wait

No media source currently available

0:00 0:05:56 0:00

XS
SM
MD
LG