মঙ্গলবার রাতে ট্রাম্প শাসন আমলের প্রায় দেড় মাসের মাথায় কংগ্রেসের যুগ্ম অধিবেশনে ডনাল্ড ট্রাম্প যে ভাষণ দেন সেটা বেশ সুসংবদ্ধ এবং নিটোল-দৃপ্ত বক্তব্য বলে অনেকের কাছেই মনে হয়েছে। এতে অন্যান্য বিষয়ের সঙ্গে তিনি অবকাঠামো খাতে পুনর্গঠন বাবদে এক লক্ষ কোটি বরাদ্দের আহ্বান জানিয়েছেন – সামরিক ব্যয় বৃদ্ধির সুপারিশ করেছেন, ব্যবসা মহল-মধ্যবিত্তের জন্যে কর হ্রাসের কথা বলেছেন। কিন্তু বহূ প্রত্যাশিত – বহূল আলোচিত অভিবাসন প্রশ্নে যাই বলেছেন তাতে সংশ্লিষ্টদের অনেকেরই উদ্বেগ-আশংকার উপশম বড়ো একটা হয়নি বলেই বলা হচ্ছে। এই প্রশ্নের জবাবে সাংবাদিক মোহাম্মদ উল্লাহ প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের মূল্যায়ন করেন।
সাংবাদিক মোহাম্মদ উল্লাহর সাক্ষাৎকার নেন ভয়েস অফ আমেরিকার সরকার কবীরউদ্দীন।