অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পের ছ মাস: সাফল্য ও ব্যর্থতা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের ছ মাস পূরণ হলো, গতকাল ২১শে জুলাই। এই প্রথম ছ ‘মাসে প্রেসিডেন্ট তাঁর ঘোষিত লক্ষ্য অর্জনে কতটুকু সফল হয়েছেন , কিংবা হননি, এ নিয়েই এখন শুনুন Texas A & M International University’র সমাজতত্বের সহযোগী অধ্যাপক এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড মেহনাজ মোমেনের বিশ্লেষণ। ডনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র নীতি সম্পর্কে ও বিস্তারিত বিশ্লেষণ করেছেন ড মেহনাজ মোমেন ।

এ দিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারী শন স্পাইসার পদত্যাগ করেছেন। সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সুত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে হোয়াইট হাউসে নতুন যোগাযোগ পরিচালক হিসেবে অ্যান্টনি স্কারামুচিকে কেন্দ্র করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। এই বিষয়টিও ট্রাম্প প্রশাসনে নতুন সমস্যা সৃষ্টি করেছে ।

please wait

No media source currently available

0:00 0:06:32 0:00

XS
SM
MD
LG