যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন যে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সম্পর্কে তিনি রুশ প্রেসিডেন্টের কাছে দৃঢ় ভাবে প্রশ্ন রাখবেন। এই হস্তক্ষেপের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে ফেডারেল তদন্ত চলছে, যাকে ট্রাম্প অবশ্য ছিদ্রাণ্বেষণ বলে অভিহিত করেছেন।
গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র সঙ্গে বৈঠকের পর, ব্রিটেনে এক সংবাদ সম্মলনে বলেন তিনি মনে করেন এ ঘটনা তাঁর দেশের ক্ষতি করছে, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেরও ক্ষতি করছে। তিনি আশা করেন যে পুতিনের সঙ্গে, তাঁর বৈঠক দু দেশের সুসম্পর্কের একটা সুযোগ এনে দেবে। তিনি অবশ্য এ রকম আভাসো দেন যে পুতিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করবেন।
আসন্ন এই বৈঠকের মাত্র দিন কয়েক আগে বিশেষ কৌসুলি রবার্ট মূলার ১২ জন রুশ নাগরিককে অভিযুক্ত করেন যে তারা নির্বাচনকে খর্ব করার লক্ষে ডেমক্র্যাটিক ন্যাশনাল কমিটির তথ্য হ্যাক করে।
স্কটল্যান্ড থেকে এক টুইট বার্তায় ট্রাম্প প্রশ্ন তোলেন যে ডিএনসি’র ঐ হ্যাক হয়ে যাওয়া সার্ভারের অবস্তান সম্পর্কে ওবামা প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি । তিনি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা এফ বি আই ‘য়ের সততা নিয়েও প্রশ্ন উত্থাপন করেন।