পবিত্র রমজানের সূচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মুসলিমদের উদ্দেশ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন, তিনি রমজানে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী মুসলমানদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। রমজানের এই পবিত্র মাসে মুসলমানরা তাদের একাত্মবোধ ও প্রার্থনার মধ্য দিয়ে হজরত মোহাম্মদ (দঃ)‘র কাছে পবিত্র কোরান নাজিলকে স্মরণ করে থাকেন। অনেকেই এই পবিত্র মাসে রোজা রাখেন, দাতব্য কাজে অংশ নেন, দোয়া করেন এবং কোরান পাঠ করেন।
ট্রাম্প আরও বলেন রমজান হচ্ছে আত্ম-উপলব্ধির সময় যার লক্ষ্য হচ্ছে মানুষের আত্মিক বিকাশকে গভীরতর করা এবং আল্লাহ যে অসংখ্য নেয়ামত দিয়েছেন তার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এই কৃতজ্ঞতা প্রকাশ এবং আত্ম উপলব্ধির মধ্য দিয়ে, যারা রমজান পালন করছেন, তাঁরা আমাদের সমাজকে শক্তিশালী করতে পারেন, অভাবগ্রস্তদের সাহায্য করতে পারেন এবং কী ভাবে পবিত্র জীবন যাপন করা যায়, তার উৎকৃষ্ট উদাহরণ তুলে ধরা যায়। তিনি স্মরণ করিয়ে দেন যে যুক্তরাষ্ট্রের সংবিধান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে এবং ধর্ম পালনকে সম্মান জানায়। সংবিধান নিশ্চিত করেছে যে তাদের বিবেক অনুযায়ী মুসলমানরা রমজান পালন করবেন কোন রকম সরকারী হস্তক্ষেপ ছাড়াই।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আজ যখন রমজান পালনের জন্য এত লোক একত্রিত তখন মেলানিয়া এবং আমিও এই পবিত্র মাসে আপনাদের সঙ্গে যোগ দিলাম।