অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়াকে G7 সম্মেলনে আবার আমন্ত্রণ জানানোর জন্য বললেন প্রেসিডেন্ট ট্রাম্প


কানাডায় সাত জাতিগোষ্ঠি বা জি-সেভেনের সম্মেলনে হোয়াইট হাউজ থেকে রওয়ানা দেবার সময়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সংবাদদাতাদের বলেন , রাশিয়াকে এই শীর্ষ স্থানীয় অগ্রসর দেশগুলোর সম্মেলনে আবার আমন্ত্রণ জানানো উচিৎ।হোয়াইট হাউজের সাউথ লন থেকে ম্যারিন ওয়ান হেলিকপ্টারে ওঠার আগে বলেন রাশিয়ার এই বৈঠকে থাকা উচিৎ ছিল। জি সেভেনের আরেক জন নেতা ইটালির প্রধানমন্ত্রী গিসেপ কন্তে এক টুইট বার্তায় বলেন তিনি ট্রাম্পের এই প্রস্তাব সমর্থন করেন।তবে এ বছরের এই শীর্ষ বৈঠকের আয়োজক দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যে কানাডা এই সংগঠনে রাশিয়ার পুনঃপ্রবেশের বিরোধী ।তবে ক্রেমলিনে একজন মুখপাত্র দ্যমিত্রি পেসকফ এ সব কিছু নাকচ করে দেন। স্পুটনিক বার্তা সংস্থার মতে পেসকফ বলেন রাশিয়া জি-সেভেন ছাড়া অন্য ধরণের সংগঠনের দিকে মনোযোগ দিচ্ছে।স্মরণ করা যেতে পারে যে ১৯৯৭ সালে রাশিয়াকে জি-সেভেন যুক্ত করা হয় এবং তখন তা জি-এইট বলে পরিচিতি লাভ করে। তবে ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের একটি অংশ ক্রাইমিয়া অধিগ্রহণ করলে এই সংগঠন থেকে তাকে অস্থায়ী ভাবে বহিস্কার করা হয়। গত বছর রাশিয়া এই সংগঠন থেকে স্থায়ী ভাবে নিজেকে প্রত্যাহার করে নেবার ঘোষণা দেয়।

XS
SM
MD
LG