অ্যাকসেসিবিলিটি লিংক

সুনামিতে মৃতের সংখ্যা কমপক্ষে ২৮১


ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট জোকো ইউডোডো সুনামিতে সবচাইতে ক্ষতিগ্রস্ত এলাকা বান্তেন প্রদেশে সমুদ্র সৈকতে অবস্থিত হোটেল মুটিয়ারা রিসোর্ট পরিদর্শন করেন। ইন্দোনেশিয়ায় জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা সোমবার জানিয়েছে সুনামিতে কমপক্ষে ২৮১ জন মারা গেছেন। আহত হয়েছেন ১০১৬জন এবং ৫৭ জন এখনওনিখোঁজ রয়েছেন।

সুনামিতে দেশটির তিনটি অঞ্চলে জান-মালের সবচেয়ে বেশী ক্ষয়-ক্ষতি হয়েছে। আর এই তিনটি অঞ্চল হ'ল সুমাত্রার দক্ষিণ লামপং এবং রাজধানী জাকার্তার পশ্চিম দিকে জাভার সেরাং ও পাণ্ডেগঙ্গ।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সরকারি সংস্থাকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে দ্রুত সাহায্য সহযোগিতা করার জন্য নির্দেশ দেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলছিলেন, "সামাজ বিষয়ক মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর প্রধান ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় রয়েছেন।

জাতীয় দুর্যোগ নিরসন সংস্থা বা বিএনবিপি জানায়, রবিবার শত শত বাড়ি, নয়টি হোটেল এবং ৩৫০টিরও বেশি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

XS
SM
MD
LG