রবিবার তিউনিসিয়ায় ইউনিয়ন ও রাজনৈতিক দলগুলো আরেক দিনের জন্য বিক্ষোভের ডাক দেয়। উত্তর আফ্রিকার ওই দেশের রাজধানী সহ সর্বত্র সপ্তাহ ব্যাপী বিক্ষোভ হচ্ছে। দেশের সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলোর কারণে জনগণের হতাশা বেড়েছে এবং জনগণ বিক্ষোভ করছে।
এছাড়াও রবিবার, আরব বসন্তের সময় প্রেসিডেন্ট জিনে আল-আবিদিন বেন আলীর ক্ষমতাচ্যুত হওয়ার সপ্তম বার্ষিকী । তিনি ২৩ বছর ক্ষমতায় ছিলেন।
দেশজুড়ে চলা কৃচ্ছ্রতাবিরোধী বিক্ষোভের পর শনিবার তিউনিসিয়া সরকার দরিদ্র পরিবারগুলোকে ৭কোটি ৩০লক্ষ ডলার অতিরিক্ত সহায়তা দানের কথা ঘোষণা করে।
তিউনিসিয়ার সমাজ বিষয়ক মন্ত্রী মোহাম্মেদ ত্রাবেলসি জানান, “প্রায় আড়াই লাখ পরিবারের ওপর প্রভাব ফেলবে এ কর্মসূচি, সুবিধা দেবে গরিব ও মধ্যবিত্ত শ্রেণির জনগণকে।”