অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কে ৩৫ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


তুরস্কের কর্তৃপক্ষ আজ ৩৫ জন সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের লোকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই সন্দেহে যে, তারা যুক্তরাষ্ট্রে অবস্থিত মুসলিম ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সংশ্লিষ্ট। গুলেনই গত বছরের ব্যর্থ অভুত্থানের মূল হোতা ছিলেন বলেন তুর্কি সরকার মনে করে।

রাষ্ট্র পরিচালিত বেতার সংস্থা আনাদোলু বলেছে যে, সন্দেহভাজন ব্যক্তিরা নাকি এমন এক ধরণের মেসেজিং অ্যাপ ব্যবহার করেছেন, যা নাকি গুলেনের অনুসারিরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করেন।

তুরস্কের সাংবাদিক সমিতি বলছে যে, গত বছর জুলাই মাসের ব্যর্থ অভুত্থানের পর ১৬০ জন তুর্কি সাংবাদিককে কারারুদ্ধ করা হয়েছে।

এ পর্যন্ত মোট পঞ্চাশ হাজার লোককে জেল বন্দী করা হয়েছে এবং এক লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তারা চাকরি হারিয়েছেন।

XS
SM
MD
LG