অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক সমর্থিত সিরিয়ান বিদ্রোহীরা শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের শক্তঘাটি আল বাবে প্রবেশ করে


This frame grab from video provided by Baladi News Network, a Syrian opposition media outlet, is said to show Turkey-backed Syrian opposition fighters fire their weapons during clashes near the northern Syrian town of al-Bab, Aleppo province, Syria, Feb.
This frame grab from video provided by Baladi News Network, a Syrian opposition media outlet, is said to show Turkey-backed Syrian opposition fighters fire their weapons during clashes near the northern Syrian town of al-Bab, Aleppo province, Syria, Feb.

তুরস্ক সমর্থিত সিরিয়ান বিদ্রোহীরা শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের শক্তঘাটি আল বাবে প্রবেশ করে। ওদিকে রাশিয়া সমর্থিত সিরিয়ান সরকারি বাহিনী কাছাকাছি তথাকথিত যোগাযোগ রেখা বরাবর বিদ্রোহী বাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দেয়। প্রতিদ্বন্দ্বী দুই বাহিনীকে পৃথক রাখার জন্য ওই যোগাযোগ রেখা নির্ধারন করা হয়েছে।

প্রত্যখ্যদর্শীরা বলেছে আল বাবে প্রচন্ড লড়াই হয়। তুর্কী সীমান্তের ৪০ কিলোমিটার দক্ষিণে al-Bab অবস্থিত। তাৎক্ষনিক হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

পৃথক ভাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সিরিয়ান সরকারি বাহিনী, রুশ বিমান আক্রমণের সহায়তায় কাছাকাছি তাদেফ শহর মুক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় al-Bab শহরের কাছে ওই অবস্থানটিতে সবচাইতে বেশি সৈন্য মোতায়েন করা হয়।

XS
SM
MD
LG