তুরস্কের ইস্তাম্বুলে একটি নৈশ ক্লাবে নববর্ষে যে আক্রমণ হয়, সোমবার তার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। ওই হামলায় ৩৯জন নিহত হয। আহত হয় অন্যান্য ৭০জন। হামলাকারী পালিয়ে যায়। কর্তৃপক্ষ বন্দুকধারীর তল্লাশি করছে।
এক বিবৃতিতে ইসলামিক স্টেট বলেছে, খালিফাতের এক সেনা ওই হামলা চালায়।
সোমবার তুর্কী বার্তা মাধ্যমে বলা হয় ৮ ব্যক্তিকে আটক করা হয়েছে কিন্তু বন্দুকধারী তাদের মধ্যে নেই।
রবিবার খুব ভোরে হামলা শুরু হয়। রেইনা নৈশ ক্লাবের বাইরে বন্দুকধারী এক পুলিশ অফিসার ও এক বেসামরিক ব্যক্তিকে হত্যা করে এবং তারপর নৈশ ক্লাবের ভেতরে ঢোকে। প্রায় ৬০০ মানুষ সে সময় ক্লাবে ছিল। অনেকে পালাবার জন্য বসফোরাস প্রণালীতে ঝাপিয়ে পড়েন।
কর্তৃপক্ষ বলেছে, লোকজন যারা ক্লাব ত্যাগ করছিলো, হামলাকারী তাদের সঙ্গে মিশে যায়।
রবিবার এক লিখিত বিবৃতিতে প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান, গুলি চালনার ঘটনাকে এক নৃশংস হামলা বলে বর্ণনা করেন।