তুর্কী প্রধানমন্ত্রী আহমেত ডাভুটোগলু সোমবার বলেছেন আঙ্কারায় শনিবারের জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণের জন্য ইসলামিক স্টেটকেই মূলত সন্দেহ করা হচ্ছে। তদন্তকারীরা নির্ধারন করতে চেষ্টা করছেন কারা ওই বিস্ফোরণের জন্য দায়ী। বিস্ফোরণে ৯৭জন নিহত হয়।
ডাভুটোগলু বলেন কর্তৃপক্ষ বোমাবাজদের একজনকে প্রায় শনাক্ত করতে যাচ্ছে। তিনি বলেন তথ্য প্রমান একটি বিশেষ গ্রুপের দিকেই ইঙ্গিত দিচ্ছে। তিনি আরও বলেন আত্মঘাতী বোমা আক্রমণকারীরা কিভাবে সেখানে পৌছোয় তা নির্ধারন করা গেছে।
তুর্কী পত্রিকাগুলোতে প্রকাশিত রিপোর্টে বলা হয় যে কর্তৃপক্ষ অত্যন্ত ১৬ ব্যক্তির পরিবারের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। ওই ১৬ জন ইসলামিক স্টেট বিদ্রোহী বলে সন্দেহ করা হয়। সন্দেহভাজন বোমা হামলাকারীদের ডিএনএ র সঙ্গে সংগৃহিত ডিএনএ র তুলনা করা হবে।