অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন এরদোগান


প্রধানমন্ত্রী রেচেপ তাইয়িপ এরদোগান তুরস্কের প্রথম প্রেসিডেণ্ট নির্বাচনে জয়ী হয়েছেন। এই নির্বাচনে ভোটাররা সরাসরি ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করল। তিনি আরো ৫ বছরের জন্যে ক্ষমতায় থাকবেন।

তুরস্কের নির্বাচন কমিশন রোববার বলেছে, প্রায় সকল ভোট গণনা শেষ হয়েছে। প্রাদেশিক ফলাফলে দেখা যাচ্ছে, মিঃ এরদোগান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।

ফলাফলে দেখা যাচ্ছে, তার অপর দুই প্রতিদ্বন্দী একমেলেদ্দীন ইহসানগ্লু ও সেলাহাত্তিন দেমিরতাস পেয়েছেন যথাক্রমে ৩৯ শতাংশ এবং ৯ শতাংশ ভোট।

তুরস্কের টেলিভিশন জানিয়েছে, একজন ধর্মপ্রাণ মুসলমান, ৬০ বছর বয়সী মিঃ এরদোগান, মসজিদে নামাজ পরে আঙ্কারায় পৌঁছেছেন। সেখানে তিনি বিজয় পরবর্তী ভাষণ দেবেন।

XS
SM
MD
LG