অ্যাকসেসিবিলিটি লিংক

তুরষ্কে নির্বাচন


রোববার তুরষ্কে স্থানীয় নির্বাচনে সংঘর্ষে ৮জন মারা গেছে।

তুরষ্কের অধিকাংশ স্থানে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল। কিন্তু তুরষ্কের দক্ষিণ পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে দুটি গ্রামে সংঘর্ষ বাঁধে। বন্দুক লড়াইয়ে আরও ১৩ জন আহত হয় বলে খবরে জানা গেছে।

এই নির্বাচনকে প্রধানত প্রধানমন্ত্রী রেচেপ তাইয়িপ ইরদোয়ান এবং তার ক্ষমতাসীন একে পার্টির বিষয়ে গণভোট বলে মনে করা হচ্ছে। তিনি দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগের বিরুদ্ধে লড়ছেন। ঐ কেলেঙ্কারির ফলে তার মন্ত্রী পরিষদের কয়েকজন পদত্যাগ করতে বাধ্য হন।

ইস্তান্বুলে ভোটের পর, মিঃ ইরদোয়ান বলেন তার সরকারের বিরুদ্ধে যে রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ হয়, তার চাইতে এই নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ।
XS
SM
MD
LG