আফগানিস্তানে তালিবানরা তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার কারণে তুরস্ক অভিমুখী আফগান শরণার্থীদের সংখ্যা বাড়ছে। কয়েক লক্ষ শরণার্থীকে আশ্রয় দেয়ার কারণে, তুরস্ক সরকারের শরণার্থী নীতি ইতিমধ্যে ক্রমবর্ধমান নিরীক্ষার মুখোমুখি।
তুরস্কে একটি বাসের লাগেজ কম্পার্টমেন্টে সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে দেওয়া আফগান শরণার্থীদের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখানো হচ্ছে প্রতিবেশী ইরান থেকে বাস এবং ট্রাকে করে আফগান শরণার্থীদের তুরস্কে পাচার করা হচ্ছে।
কর্মকর্তা ও পর্যবেক্ষকদের ধারণা দৈনিক ৫০০ থেকে দুই হাজার আফগান শরণার্থী তুরস্কে প্রবেশ করছে।অতীতে বিশাল সংখ্যক অভিবাসীদের যে কাফেলা তুরস্কে দেখা গিয়েছিল এ সংখ্যা তার চেয়ে কম।তবে আঙ্কারায় পররাষ্ট্র নীতি ইনস্টিটিউটের হুসেইন বাগচি বলেন, তুরস্ক সরকার উৎকণ্ঠায় রয়েছে যে আফগানিস্তানে তালিবানরা ক্ষমতা দখল করলে এই সংখ্যা আরও বাড়তে পারে।
বাগচি বলেন, "ইরানীরা আফগান শরণার্থীদের তুরস্কে দিকে পাঠিয়ে দেয়। পালিয়ে আসা আফগান মানুষদের ইরান গ্রহণ করে না এবং তাদের তুরস্কের দিকে পাঠিয়ে দেয়। সুতরাং এটি অন্য আরেক ধরণের সংকট।আগামী দিনে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সমস্যা হয়ে দাঁড়াবে এই শরণার্থী ইস্যুটি।"
আঙ্কারা এখন ইরানের সাথে প্রায় ৩০০ কিলোমিটার সীমান্তের পুরো অংশটি সুরক্ষার জন্য সীমানা প্রাচীর প্রসারিত করছে।
তুরস্ক ইতিমধ্যে প্রায় পঁয়ত্রিশ লক্ষ সিরিয়ান শরণার্থী এবং পূর্বের সংঘাতগুলি থেকে পালিয়ে আসা কমপক্ষে এক লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে।