অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কে বন্যায় অন্তত ৪৪ জনের প্রাণহানি


ফাইল ফটো তুরস্কের বন্যার ছবি
ফাইল ফটো তুরস্কের বন্যার ছবি

তুরস্কে দুর্যোগ বিষয়ক দপ্তর শনিবার জানিয়েছে সেখানে বন্যার কারণে মৃতের সংখ্যা এখন ৪৪ ‘এ পৌঁছেছে ।

বুধবার উত্তরাঞ্চলের কৃষ্ণসাগর এলাকায় প্রচন্ড বৃষ্টিপাতে বন্যার কারণে থর বাড়ি বিধ্বসাত হয়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায় এবং শত শত গ্রামের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয় বলে তুরস্কের দূর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা পরিদপ্তর জানিয়েছে।

কর্তৃপক্ষ বলছে ২,২০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং নিখোঁজ বাশিন্দাদের খোঁজ করা অব্যাহত আছে।

এই বন্যা হচ্ছে তুরস্কে এই নিয়ে দ্বিতীয় প্রাকৃতিক বিপর্যয় । গত দুই সপ্তাহ ধরে দক্ষিণের উপকুলীয় এলাকায় জরুরি ত্রাণ কর্মিরা দাবদাহ দমনের চেষ্টা চলিয়ে গেছেন। বন্যা শুরু হতে হতেই দাবদাহ নিয়ন্ত্রণে চলে আসে।

বিজ্ঞানিরা এই আবহাওয়া জনিত বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ি করেছেন। তুরস্কে বিশেষজ্ঞরা বলছেন যে নদী নিয়ে অকারণ হস্তক্ষেপ এবং ত্রুটিপূর্ণ নির্মান কাজের জন্য এই বন্যা হয়েছে।

[ এই প্রতিবেদনে এপি এবং রয়টারের দেওয়া তথ্য রয়েছে]

XS
SM
MD
LG