অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া বিষয়ে, রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকের ব্যবস্থা করেছে তুরস্ক


Russia Syria
Russia Syria

সিরিয়া বিষয়ে আলোচনার জন্য রাশিয়ায় বুধবার যে শীর্ষ সম্মেলন হবে, তার প্রস্তুতিতে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেলভিন চাভুসওগ্লু, রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকের ব্যবস্থা করেছেন অবকাশ যাপনের শহরে আনাতোলিতে।


যদিও আঙ্কারা, সিরিয়ার গৃহ যুদ্ধের ক্ষেত্রে, তেহেরান ও মস্কোর বিরোধীদের সমর্থন করছে, সংঘাত নিরসনের লক্ষ্যে তারা ক্রমান্বয়ে আরও বেশী সহযোগিতা করছে। সিরিয়ায় ইদলিবে নিরাপদ অঞ্চল গঠনের জন্য তিন দেশের সশস্ত্র বাহিনীর সেনাদের মোতায়েন করা হচ্ছে। যে বিদ্রোহীরা দামেস্কের প্রশাসনের বিরুদ্ধে লড়ছে, তাদের সবশেষ শক্তঘাটির অন্যতম হচ্ছে ইদলিব।

তিন দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সত্বেও, তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতামূলক কর্মসূচি আছে তা সিরিয়ায় গৃহ যুদ্ধে ইসলামিক স্টেট ও বিদ্রোহী বাহিনীর আসন্ন পরাজয়ের আগে, আলোচনায় অগ্রাধিকার পাচ্ছে। শীর্ষ সম্মেলনের আগে রবিবার আনাতোলিতে বৈঠকে ওই সব পার্থক্য সমাধান না করলেও, কমিয়ে আনার চেষ্টা করা হবে।

XS
SM
MD
LG