তুরস্কে নিরাপত্তা সূত্রে বলা হয়েছে দেশের দক্ষিণপুর্বাঞ্চলে কয়েক সপ্তাহ ধরে সরকারি বাহিনী ও কুর্দী চরমপন্থীদের মধ্যে সহিংসতা চলার পর, সর্বসাম্প্রতিকতম এক ঘটনায়, রবিবার অন্তত তিনজন পুলিশ অফিসার নিহত হন।
নিরাপত্তা সূত্রে বলা হয় সিরনাক শহরের বাইরে, এক পুলিশ চৌকির কাছে এক গাড়ি বোমা বিস্ফোরণে দুজন পুলিশ অফিসার নিহত হয়। নিরাপত্তা বাহিনী হলিকপ্টারে সন্দেহভাজনদের ধাওয়া করে এবং গোলাবর্ষণ করে। চরমপন্থীরা যখন পালিয়ে যাচ্ছিলো তখন গোলাবর্ষণে দুজন নিহত হয়।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে দিয়ারবাকির প্রদেশে এক রকেট হামলা চালায় এবং সে সময় ওই প্রদেশের সিলভান জেলায় আরেকজন পুলিশ অফিসার নিহত হয়।
গত সপ্তাহে তুর্কী নিরাপত্তা বাহিনী, দক্ষিণপুর্বাঞ্চলের সিজরা শহরে ব্যাপক সামরিক অভিযান চালায়।