অ্যাকসেসিবিলিটি লিংক

তুরষ্কের খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৮২ জনে উন্নীত হয়েছে


তুরষ্কের সর্বকালের সবচেয়ে মারাত্মক খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৮২ জনে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে দেশের খনি নিরাপত্তার দুর্বল মানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশব্যাপী একদিনের ধর্মঘট আহবান করা হয়েছে।

তুরষ্কের পাবলিক ওয়ার্কার্স ইউনিয়ন কনফেডারেশনের এ ধর্মঘট সফল করতে সকল শ্রমিক সংগঠনের প্রতি আহবান জানানো হয়।

এদিকে মঙ্গলবার ইস্তাম্বুলের দক্ষিনের শহর সোমায় সংঘঠিত খনি দুর্ঘটনায় আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধারে জরুরী বিভাগের কর্মীরা তাদের প্রচেষ্টা অব্যহত রেখেছেন। কতৃপক্ষ জানিয়েছে এখনো খনির ভেতরে আগুন জ্বলছে। ধারনা করা হচ্ছে খনিতে আরো ১২০ জন আটকা পড়া অবস্থায় রয়েছেন। সরকারী সূত্র জানায় এ পর্যন্ত ৪৫০ জনকে উদ্ধার করা হয়েছে।
XS
SM
MD
LG