অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদী নেতারা নিখোঁজ সাংবাদিকের সঙ্গে সংশ্লিষ্ট কোন তথ্যাদি আলোচনা করতে চায় না-পমপেও


Mike Pompeo Turkish
Mike Pompeo Turkish

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেও বুধবার বলেছেন, তিনি যখন সৌদী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তখন তারা যুক্তরাষ্ট্র ভিত্তিক সৌদী সাংবাদিকের নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট কোন তথ্যাদি আলোচনা করতে চাননি। তুর্কী কর্মকর্তারা বলেছেন ওই সাংবাদিককে, ইস্তাম্বুলে রিয়াদের কনসুলেটে হত্যা করা হয় ও তার দেহ টুকরো টুকরো করা হয়। সৌদীরা ওই অভিযোগ অস্বীকার করে।নিখোঁজ সাংবাদিকের তদন্তের বিষয়ে আলোচনার লক্ষ্যে, তুর্কী নেতাদের সঙ্গে দেখা করার জন্য আঙ্কারা যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী পমপেও সাংবাদিকদের বলেন সৌদী বাদশা সালমান এবং যুবরাজ মোহাম্মাদ বিন সালমান তাকে এই আশ্বাস দিয়েছেন যে তারা নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগজির তদন্তের ফলাফল সারা বিশ্বকে দেখাবেন। পমপেও প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসগ্লুর সঙ্গে সাক্ষাৎ করেন।

XS
SM
MD
LG