অ্যাকসেসিবিলিটি লিংক

তুর্কী প্রধানমন্ত্রী বিক্ষোভের জন্য চরমপন্থীদের দোষারোপ করেন


তুর্কী প্রধানমন্ত্রী রেচেপ তাইয়েপ এরদোয়ান, সরকার বিরোধী প্রতিবাদকারীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা সন্ত্রাসবাদের সঙ্গে হাত মিলিয়েছে। তিনি ৩ দিনের দাঙ্গা হাঙ্গামার জন্য চরমপন্থীদের দোষারোপ করছেন।

সোমবার তিনি এই মন্তব্য করলেন যখন তুর্কী চিকিৎসক সংগঠনের সূত্রে বলা হয়, ২০ বছর বয়স্ক এক ব্যাক্তি প্রাণ হারায় যখন রবিবার রাতে প্রতিবাদকারীদের এক বিক্ষোভে একটি মোটরযান গিয়ে ধাক্কা লাগায়। এটাই ছিল বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট প্রথম মৃত্যুর ঘটনা।

মি এরদোয়ান সাংবাদিকদের বলেছেন যে প্রতিবাদ বিক্ষোভের পেছনে রয়েছে ধর্ম নিরপেক্ষ শত্রুরা যারা তার ইসলামপন্থী AKP party’র ম্যানডেট কখনই মেনে নেয়নি। AKP party পর পর তিনটি নির্বাচনে জয়ী হয়েছে। মি এরদোয়ান পূর্ব পরিকল্পিত চার দিনের সফরে উত্তর আফ্রিকায় যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
XS
SM
MD
LG