অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূতের ওপর হামলা


রাশিয়া আজ বুধবার বলেছে- তুরস্কে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে হত্যার জন্যে দায়ী ব্যক্তিরুপে কাউকে সনাক্ত করার ব্যাপারে চুড়ান্ত উপসংহার টানার সময় হয়নি এখনো।

ঠিক ঐ মুহুর্তে ডিউটিতে নিয়োজিত না থাকা এক পুলিশ কর্মি রাষ্ট্রদূত আঁদ্রেই কার্লফকে গুলিবিদ্ধ করে সোমবারদিন। জনৈক প্রত্যক্ষদর্শি ভয়েস অফ এ্যামেরিকাকে জানান- গুলি চালায় যে ব্যক্তি, চিৎকার করে সে বলেছিলো – সিরিয়ার কথা ভুলে যেয়োনা- আমাদের দেশ নিরাপদ না রইলে নিরাপদ রইবেনা তোমরাও।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুশোগলু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরীকে টেলিফোনে বলেছেন- তুরস্ক মনে করে মূসলীম ধর্মীয় নেতা ফেতুল্লা গুলনের সঙ্গে ঐ হত্যাকারির সংশ্লিষ্টতা ছিলো। ফেতুল্লা গুলেন থাকেন যুক্তরাষ্ট্রে। তুরস্কে, জুলাই মাসে যে অভ্যুর্থানের প্রয়াস ব্যর্থ হয়েছিলো, ফেতুল্লা গুলেনকে তার জন্যেও দায়ি ঠাওরানো হয়ে থাকে।

XS
SM
MD
LG