অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কে সেনা অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নিহতদের উদ্দেশ্যে স্মৃতিসৌধ উদ্বোধন


এক বছর আগে তুরস্কে সেনা অভ্যত্থানের চেষ্টার সময় যারা তার বিরোধীরা করতে গিয়ে প্রাণ হারান সেই ২৫০জনের স্মরণে একটি স্মৃতিসৌধ উদ্বোধন করেছেন ঘটনার বর্ষপুর্তি উপলক্ষ্যে প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান।

এরদোয়ানের প্রাসাদের উল্টোদিকে নির্মিত ওই স্মৃতিসৌধে তুরস্কের জাতীয় প্রতীক চাঁদ তারা রাখা হয়েছে। রবিবার ওই স্মৃতিসৌধ উদ্বোধনের সময় হাজার হাজার মানুষ একত্রিত হন।

ওই সময় দেয়া বক্তব্য প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, “স্মরণ রাখবেন যেসব বিশ্বাসঘাতক আমাদের দেশ, জাতী, স্বাধীনতা ও ভবিষ্যতের বিরুদ্ধে অস্ত্র তাক করেছিল, তারা আর কখনোই দিনের আলো দেখবে না”। বলেন যারা অভ্যুত্থান করেছিল তারা জেলখানায় থেকে প্রতিদিনই ধুকে ধুকে মরবে।

দুই দিনের স্মরণ অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয় শনিবার ১৫ই জুলাই ইস্তাম্বুলের শহীদ স্মৃতি ব্রীজে। ওই ব্রীজটি ব্যার্থ অভ্যুত্থানের সময়কার অনেক ঘটনার স্বাক্ষী। ওখানেই অভ্যুত্থানের বিরোধীতাকারীদের ৩৬জনকে গুলী করে হত্যা করা হয়। ২০১৬ সালের ১৫ই জুলাই রাতে ওই অভ্যুত্থানে ২৫০ জন নিহত হয়; আহত হয় দুই হাজারেরও বেশী মানুষ।

XS
SM
MD
LG