অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক ও ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চলেছে


তুরস্কের প্রেসিডেন্টের পরামর্শদাতা, মেসুদ কাসিন বলেছেন, ইসরাইলের সঙ্গে তুরস্কের সম্পর্ক পুনর্প্রতিষ্ঠা করা এখন শুধু সময়ের ব্যাপারI তিনি বলেন, দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে এবং মার্চ নাগাদ কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপিত হতে পারেI ২০১৭ সালে দুটি দেশের বর্ধিত উত্তেজনার মাঝে, তুরস্ক, তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছিল I

চলতি আলোচনার কথা উল্লেখ করে মেসুদ কাসিন বলেন, "ইস্রায়েল যদি এক পা বাড়ায়, তবে আমরা দু পা বাড়াবোI আমরা সবুজ আলো দেখতে পাচ্ছি ,মার্চ মাসেই আমরা দূতাবাস খুলবো আশা করছি"I

তিনি আরো বলেন ইসরাইল ও তুরস্কের জন্য শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণI উপদেষ্টা কাসিন বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেনের বিজয়, সম্পর্ক স্থাপনে সহায়তা করবেI

XS
SM
MD
LG