তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়ীপ এরদোয়ান আজ বুধবার হোয়াইট হাউসে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে তাঁর। সিরিয়ার উত্তরাঞ্চলবর্তী ভূখন্ডে তুরস্কের আগ্রাসী অভিযান নিয়ে এবং একখানা রুশ অন্তরিক্ষ সূরক্ষা সিস্টেম ক্রয় বিষয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হবে বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউস সূত্রে যে একখানা কার্যবিধি প্রকাশ করা হয়েছে সেই তাতে, অপরাহ্নে একটা সংবাদ সম্মেলনেরও উল্লেখ রয়েছে।
তুরস্কের, রূশ নির্মিত S-400 ক্ষেপনাস্ত্র সিস্টেম ক্রয় নিয়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য নেটোভুক্ত মিত্র পক্ষগুলোর মধ্যে আশংকার উদ্রেগ ঘটেছে।বলা হচ্ছে মিত্র পক্ষিয়দের প্রতিরক্ষা সিস্টেমের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয় এবং যুক্তরাষ্ট্রের F-35 জঙ্গী জেট কর্মসূচীর সঙ্গে এটি সাংঘর্ষিক বলে বিবেচিত।
যুক্তরাষ্ট্রের তরফের পদস্থ এক কর্তা ব্যক্তি যিনি এরদোয়ানের সফরের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তাঁর কাছ থেকে জানা গিয়েছে, তুরস্কের সঙ্গে কথাবার্তার গোড়াতেই ট্রাম্প এই ক্ষেপনাস্ত্র ক্রয়ের বিষয়টির একটা বিহিত করতে চাইবেন ।