তুরস্ক আটককৃত আমেরিকান ধর্মযাজককে মুক্তি দিতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতে, যুক্তরাষ্ট্র ট্রেজারী দফতর তুরস্কের দুজন শীর্ষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে I ট্রেজারী দফতর বুধবার ঘোষণা করে যে,তুরস্কের বিচারমন্ত্রী, আব্দুল হামিদ গুল এবং স্বরাষ্ট্রমন্ত্রী, সুলেইমান সয়লুকে নিষেধাজ্ঞার জন্য লক্ষ্যবস্তূ করা হয়েছে I ট্রেজারী দফতর আরো জানায়,মি.গুল এবং মি.সয়লু ধর্মযাজকের গ্রেফতার ও আটকের ব্যাপারে প্রধান ভূমিকা রেখেছেন I
ধর্মযাজক Andrew Brunson ২১ মাস ধরে গুপ্তচরবৃত্তির দায়ে তুরস্কে আটক রয়েছেন I