অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক ৭জন সাংবাদিককে মুক্তি দিয়েছে


দীর্ঘ ৯মাস কারাভোগের পর তুরস্ক সরকার শনিবার ৯জন জমহুরিয়াত পত্রিকার সাংবাদিকদের মুক্তি দিয়েছে ; তবে সন্ত্রাসীদের সহায়তা প্রদানের অভিযোগে অন্য আরো চারজনকে আটক রাখায় তারা দুঃখ প্রকাশ করেন I শনিবার ইস্তানবুলের উপকণ্ঠে সিলিভরী কারাগার থেকে সাংবাদিকদের মুক্তি দেয়া হয় I তবে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে I ১১ই সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে I দোষী সাব্যস্ত হলে তাদের ৪৩ বছরের কারাদণ্ড হতে পারে I

সন্ত্রাসী গোষ্ঠী PKK,Leftist Revolutionary Peoples Liberation Party এবং বিতর্কিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন সম্পর্কিত সংবাদ সম্প্রচারের দায়ে তাদের অভিযুক্ত করা হয়েছে I

XS
SM
MD
LG