অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক মহিলা দিবসে তুরস্কে বিক্ষোভ


আন্তর্জাতিক মহিলা দিবসে তুরস্কে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে I প্রতিবাদ জানানো হয়েছে ব্যাপক হত্যাকান্ড ও মহিলাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে I মানবাধিকার গ্রূপগুলির মতে প্রতিবছর তুরস্কে শত শত মহিলা হত্যা ও ধর্ষণের শিকার হয়েছেন I তুরস্কের KADIKOY শহরে সমাজের বিভিন্ন স্তরের মহিলারা বিক্ষোভে নেন I তারা পুলিশ ও বিচার বিভাগের প্রতি হত্যাকারীদের শাস্তি দেবার দাবী জানান I

IZMIR সহ অন্যান্য বহু শহরেও মহিলারা ব্যাপক বিক্ষোভের আয়োজন করেন I

XS
SM
MD
LG