অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় বিমান আক্রমণে ২৮ জন অসামরিক লোকের প্রাণ হানি


মানবাধিকার বিষয়ক নজরদারি গোষ্ঠি The Syrian Observatory for Human Rights বলছে যে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহী অধ্যূষিত একটি গ্রামে বিমান আক্রমণে চার জন শিশুসহ ২৮ জন অসামরিক লোক প্রাণ হারিয়েছে। তারা আজ বলেছে যে এই আক্রমণটি চালানো হয় তুরস্কের সীমান্তবর্তী ইদলিব প্রদেশের আমানাজ শহরে।

ব্রিটেন ভিত্তিক এই গ্রষ্ঠিটি বলছে যে তাৎক্ষণিক ভাবে এটা পরিস্কার নয় যে এই আক্রমণ সিরিয়া চালিয়েছে না কি তাদের প্রধান মিত্র রাশিয়া।

উদ্ধারকারিরা বলেছেন যে সিরিয়ো ও রুশ বিমান আক্রমণে ১৯শে সেপ্টম্বর থেকে এ পর্যন্ত বহু অসামরিক লোক নিহত হয়েছে । সেই সময়ে বিদ্রোহীরা সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আক্রমণ চালিয়েছিল।

সিরিয়া এবং রাশিয়ার কর্মকর্তারা অসামরিক লোকজনকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলছেন যে তাদের লক্ষ্য হচ্ছে কেবলমাত্র বিদ্রোহীরা।

এরই মধ্যে রাশিয়া , তুরস্ক এবং ইরান একটি নিরাপদ অঞ্চল রাখার ব্যাপারে চুক্তি করেছে কিন্তু এই চুক্তির আওতায় জিহাদিরা পড়ছে না। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান ইদলিবে নিরাপদ অঞ্চল তৈরির প্রচেষ্টা তরান্বিত করতে সহমত হয়েছেন।

XS
SM
MD
LG