অ্যাকসেসিবিলিটি লিংক

২০,০০০ আফগান দোভাষী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন


আফগান দোভাষী
আফগান দোভাষী

বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, আফগানিস্তানের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সহায়তাকারী প্রায় ২০,০০০ আফগান দোভাষী তালেবান বিদ্রোহীদের প্রতিশোধের আশঙ্কার প্রেক্ষিতে সে দেশ থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্রে আসার জন্য আবেদন করেছে। প্রেস সচিব জেন সাকি সাংবাদিকদের বলেন, " প্রায় ২০,০০০ আফগান দোভাষী আবেদন করেছে।"

তিনি আরও বলেন যে ঐ দোভাষীরা সকলেই সামরিক বা অন্যান্য দপ্তরের জন্য অনুবাদকের কাজ করতেন যারা এখন তালেবানদের লক্ষ্যবস্তু।

তবে, অনুবাদকদের পরিবারের ঠিক কতজন সদস্যকে অনুমতি দেওয়া হবে তা নির্দিষ্ট করে বলেননি সাকি।তবে পরিবারগুলির আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে। কোন কোন হিসেব অনুযায়ী, প্রায় এক লক্ষ লোককে অনুমতি দেয়া হতে পারে।

কর্মকর্তারা বলছেন, এই মাসেই তাদেরকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হবে।

যারা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিশেষ অভিবাসী ভিসা (এসআইভির) জন্য আবেদন করেছেন তাদেরকে সরিয়ে আনার জন্য প্রস্তুত করা হচ্ছে।

XS
SM
MD
LG