জাতিসংঘের সংস্থাগুলি সোমবার হুশিয়ার করে দিয়েছে যে আফগানিস্তানে মানবিক চাহিদা অভাবনীয় মাত্রায় পৌঁছেছে এবং সংঘাত পীড়িত দেশটির রেকর্ড সংখ্যক ২ কোটি ৮০ লক্ষ জনগণের অর্ধেকেরও বেশি নভেম্বর মাস থেকে চরম খাদ্য অনিরাপত্তার মুখে পড়বেন I
যৌথ সমীক্ষায় দি ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এবং বিশ্ব খাদ্য কার্যক্রম জানায়, খরা, সংঘাত এবং অর্থনৈতিক দৈন্য'র মিলিত প্রভাব ব্যাপকভাবে আফগান জনগণের জীবিকা ও খাদ্যের প্রবেশাধিকারকে ব্যাহত করেছেI
সমীক্ষায় জানানো হয়, ঝুঁকিতে থাকা ৫ বছরের চাইতে কম বয়সী ৩২ লক্ষ শিশু এ বছরের শেষ নাগাদ চরম অপুষ্টিতে ভোগার সম্ভাবনা রয়েছেI
জাতিসংঘের সাম্প্রতিক এসব তথ্য এমন সময়ে জানানো হয় যখন তীব্র শীতের প্রভাবে আফগানিস্তানের বহু অঞ্চল বিচ্ছিন্ন হওয়ার হুমকিতে রয়েছে এবং যেখানে তীব্র শীতের মাসগুলিতে পরিবারগুলি বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার উপর ব্যাপকভাবে নির্ভর করবেI
বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক, ডেভিড বিজলি দুঃখ প্রকাশ করে বলেন, "সবচাইতে খারাপ না হলেও, আফগানিস্তান এখন বিশ্বে ঘোরতর মানবিক সঙ্কটে আবর্তিত হওয়া দেশগুলির মধ্যে অন্যতম এবং সেখানে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি বলতে গেলে একেবারেই ধ্বংসপ্রাপ্ত"I
তিনি বলেন, "আমরা যদি সেখানে জীবন রক্ষাকারী সহায়তা না বাড়াই এবং অর্থনীতিকে যদি পুনরুজ্জীবিত না করা যায়, তবে এই শীতের মরশুমে লক্ষ লক্ষ জনগণ অভিবাসন বা ক্ষুধা একটিকে বেছে নিতে বাধ্য হবেন"I
অগাস্ট মাসে তালিবান পশ্চিম সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করেI তারা প্রতিশ্রুতি দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনবেI