চাদের রাজধানীতে পুলিশকে লক্ষ্য করে দু'টি আত্মঘাতি বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত এবং আরো একশ জন আহত হয়েছে.
এঞ্জেমিনার কর্মকর্তারা জানিয়েছেন চাদের পুলিশ সদর দপ্তর এবং পুলিশ একাডেমিতে বোমা আক্রমণে চার হামলাকারী নিহত হয়েছে। তাতক্ষনিক ভাবে ঐ হামলার দায়িত্ব কেউ স্বিকার করেনি তবে কর্মকর্তারা বোক হারাম জংগীদলকেই ঐ হামলার জন্য দায়ী বলে জানিয়েছেন।
যোগাযোগমন্ত্রী হাসান সেলা বাকারি রাষ্ট্রিয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেছেন যে বোক হারাম চাদে হামলা চালিয়ে ভুল করেছে। তিনি আরো বলেন, এই যথেচ্ছচারী সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন তাদের কে বিতারীত করা হবে এবং তারা যেখানেই থাকুক না কেন তাদেরকে শক্তিহীন করা হবে।
নাইজেরিয়া ভিত্তিক ইসলামিক দল সীমান্ত সংলগ্ন চাঁদের গ্রামে হামলা চালিয়েছে।