অ্যাকসেসিবিলিটি লিংক

মানুষকে খাটো করতে পারে, টুইটার তাদের ডোমেইনে এমন লেখা নিষিদ্ধ করেছে


টুইটার তাদের লেখার নিয়মগুলো আরও কঠোর করেছে এবং নিষিদ্ধ লেখার তালিকায় সেই সব লেখাকে যুক্ত করেছে, যা মানুষকে তার বর্ণ, জাতিগোষ্ঠিগত পরিচিতি কিংবা তার জাতীয় বংশোদ্ভূত পরিচয়ের জন্য ছোট করে। সামাজিক মাধ্যমের এই কোম্পানিটি গতকাল তাদের এই নিয়ম হালনাগাদ করার বিষয়টি ঘোষণা করে।

টুইটার বলেছে, তারা এমন সব অবমাননাকর পোস্ট সরিয়ে দেবে যে সব পোষ্ট সম্পর্কে টুইটার ব্যবহারকারীরা অভিযোগ করবেন কিংবা তারা নিজেরাও চিহ্নিত করবে সেই পোস্টগুলোকে যেগুলো তাদের নীতিমালা লংঘিত করছে। এই সব লংঘনকারীদের টুইটার আকাউন্ট স্থগিত রাখা হবে।

কোম্পানিটি বলেছে যে, গবেষণায় দেখা গেছে মানুষকে ছোট করার জন্য দেওয়া এই সব উক্তি বাস্তব বিশ্বে ক্ষতি সাধন করতে পারে, আর আমরা এটা নিশ্চিত করতে চাই যে, বিশ্বব্যাপী অধিকসংখ্যক লোক সুরক্ষিত থাকুন।

এই সব নতুন নিয়ম হচ্ছে সেখানে অবমাননাকারী পোস্ট দেওয়ার বিরুদ্ধে টুইটারের সর্ব সাম্প্রতিক প্রচেষ্টা। এর আগে মার্চ মাসে তারা মানুষকে তার বয়স, ব্যাধি কিংবা অক্ষমতা নিয়ে কোন রকম টুইট করা নিষিদ্ধ করে এবং ২০১৯ সালে মানুষের ধর্ম বা তার বর্ণ লক্ষ্য করে টুইটারে কোন রকম পোস্ট নিষিদ্ধ করে।

XS
SM
MD
LG