আন্তর্জাতিক মহিলা দিবসে প্রেসিডেন্ট বাইডেন, যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর দুটি শীর্ষ পদে নের্তৃত্ব দেবার জন্য দুজন মহিলাকে মনোনীত করেছেনI বিমান বাহিনীর ৪ তারকা খোচিত, জেনারেল জেকুলিন ভ্যান ওভোস্তকে ট্রান্সপোর্টেশন কমান্ড বা USTRANSCOM 'র প্রধান হিসাবে মনোনীত করা হয়েছেI ৩ তারকা খোচিত, জেনারেল লরা রিচার্ডসন, সাউদার্ন কমান্ড নের্তৃত্ব দেবার জন্য মনোনীত হয়েছেন, যাঁকে ৪ তারকা পদে উন্নীত করা হবেI
প্রেসিডেন্ট বাইডেন, তাদের মনোনয়নের ঘোষণা দিয়ে বলেন, অসাধারণ দক্ষতা, একাগ্রতা এবং জাতির প্রতি সেবার নজির রেখে এসব মহিলারা আমাদের সামরিক বাহিনী ও দেশকে মহিমান্বিত করেছেনI