যুক্তরাষ্ট্র রাজস্ব দপ্তর, মিয়ানমারের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার জবাবে, আরো দুজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেI মো মায়িন্ট টুন এবং মাউং মাউং ক্যাও'র বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপিত হয়I
রাজস্ব বিবৃতিতে সামরিক সরকারকে অবিলম্বে দেশের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে বলা হয়, অন্যথায় তাদের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবেI বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সব ধরণের সহিংসতা বন্ধে, বার্মার সামরিক ও পুলিশ বাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে, এই অঞ্চলের অংশীদার, তথা বিশ্বের সঙ্গে একত্রে কাজ করা অব্যাহত রাখবেI
রাজস্ব দপ্তর এ মাসের শুরুতে আরো ১০ জন অফিসারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেI