অ্যাকসেসিবিলিটি লিংক

সৌরভ গাঙ্গুলীর হার্টে আরও দুটি স্টেন্ট বসানো হয়েছে


ভারতের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলীর হার্টে আজ আরও একবার অ্যাঞ্জিওপ্লাস্টি করে আরও দুটি স্টেন্ট বসানো হয়েছে। আজ দুপুরে বেঙ্গালুরু থেকে বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠী কলকাতায় এসে পৌঁছোন সৌরভ গাঙ্গুলীকে দেখার জন্য। আগের বার অসুস্থ হয়ে সৌরভ যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখনও ডাঃ শেঠীকে কলকাতায় এনে পরামর্শ নেওয়া হয়েছিল। একটু পরেই মুম্বাই থেকে আর একজন বিখ্যাত ডাক্তার অশ্বিন মেহতা পৌঁছে যান। এঁরা দু'জন অ্যাপোলো হাসপাতালে সৌরভের সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেন, আজই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানোটা জরুরি। সেই অনুযায়ী সৌরভের জন্য গঠিত মেডিকেল বোর্ডের ডাক্তার দেবর্ষি বসু, ডাক্তার সরোজ মণ্ডল আর ডাক্তার আফতাব খান সৌরভের অ্যাঞ্জিওগ্রাম করে অ্যাঞ্জিওপ্লাস্টির প্রস্তুতি নেন।

please wait

No media source currently available

0:00 0:01:33 0:00
সরাসরি লিংক

ডাঃ আফতাব খান অ্যাঞ্জিওপ্লাস্টি করেন। ঘন্টা খানেক সময় লাগে। আগাগোড়া ডাঃ দেবী শেঠী ও ডাঃ মেহতা সেখানে ছিলেন। একটু পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে পৌঁছোন। অপারেশনের সময় তিনিও আগাগোড়া উপস্থিত ছিলেন। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী প্রথমে সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী এবং পরে সৌরভের সঙ্গে কথা বলেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের জানান, "সৌরভের সঙ্গে কথা হয়েছে, উনি ভালো আছেন। কোনও চিন্তার কারণ নেই। অ্যাঞ্জিওপ্লাস্টি করে তাঁর হার্টের ব্লকেজ সরানোর জন্য দুটি স্টেন্ট বসানো হয়েছে।" এটার দরকার ছিল অনেকদিন ধরেই, এবারে সেই জরুরি চিকিৎসা কাজটি সম্পন্ন হল। আশা করা যায় ভবিষ্যতে আর কোনও সমস্যা হবে না।

XS
SM
MD
LG