অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যামস্টার্ডামে দুজন আমেরিকান নাগরিক ছুরিকাহত


নেদারল্যান্ডস ‘এ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হোয়েকস্ট্রা এক বিবৃতিতে জানিয়েছেন যে গতকাল অ্যামস্টারডামের সেন্ট্রাল স্টেশনে যে দু জন ছুরিকাহত হন , তাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিক ।

আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন যে তাঁরা জানানে এই ঘটনার শিকার দু জনই আমেরিকান নাগরিক এবং তাঁরা নেদারল্যান্ডস ‘এ বেড়াতে গিয়েছেন। দূতাবাস তাঁদের সঙ্গে এবং তাঁদের স্বজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।

সেখানকার পুলিম বলছে যে আক্রমণকারি আফহান নাগরিক , পুলিশ তাকে গুলি করে এবং সে এখন পুলিশ হেফাজতে আছে। দ্য এসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে জার্মানিতে বসবাস করার অনুমতি তার আছে এবং এই হামলাকারির ব্যাপারে তদন্তের অংশ হিসেবে অ্যামস্টারডেমের পুলিশ , জার্মান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে ।

কর্মকর্তারা বলছেন হামলাকারির উদ্দেশ্য তাৎক্ষণিক ভাবে পরিস্কার নয়।

XS
SM
MD
LG