অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রসঙ্গ


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে তাঁর ভাষণে ব্যাপক সব বিষয় তুলে ধরেন । তিনি অভ্যন্তরীণ ক্ষেত্রে তাঁর সরকারের সাফল্যের কথা যেমন উল্লেখ করেন , তেমনি জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও বলেন।তিনি বলেন তাঁর সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে। ওয়াশিংটন স্টুডিও থেকে আনিস আহমেদ সরাসরি কথা বলেন নিউ ইয়র্কে , সরকার কবীরুদ্দিনে সঙ্গে তিনি বলেন যে এই ৬৯তম অধিবেশনে এসে শেখ হাসিনা বিবিন্ন বক্তব্যে উপস্থাপনায় যে কথাগুলো বার বার এসছে সেটা হলো , ক্ষুধা, দারিদ্র, যুদ্ধ বিগ্রহ , শান্তি নিরাপত্তা এই কথাগুলো।আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে তিনি তাঁর বক্তব্যে বলেছেন যে যুদ্ধ যে অর্থ আমরা ব্যয় করি , সেই অর্থ যদি আমরা দরিদ্র বিমোচনের জন্যে ব্যয় করতে পারি , সেই অর্থ যদি আমরা ক্ষুধা নিবারণের জন্যে ব্যয় করতে পারি , তা হলে এই বিশ্ব অনেক বেশি উপকৃত হবে। জাতিসংঘে বাংলাদেশের যোগদানের চল্লিশতম বার্ষিকীেত শেখ হাসিনা বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার ও আহ্বান জানান।তিনি জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সহযোগী সম্পর্কের কথা তুলে ধরে , শান্তি রক্ষী বাহিনীতে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন।

please wait

No media source currently available

0:00 0:04:20 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG