অ্যাকসেসিবিলিটি লিংক

হাইয়ানে ক্ষতিগ্রস্থরা আটদিন পর ত্রাণ পেতে শুরু করেছেন


টাইফুন হাইয়ানের আঘাতে ক্ষতিগ্রস্থ ফিলিপাইনের প্রতন্ত্য কিছু কিছু অঞ্চলের মানুষ আটদিন অসহায় অবস্থায় কাটিয়ে শেষ পর্যন্ত ত্রাণ সহায়তা পেতে শুরু করেছেন।

মধ্য ফিলিপাইনের ঐসব অঞ্চলের অনেক ক্ষতিগ্রস্থ মানুষ খাদ্য এবং পানীয় পেলেও হাজার হাজার, মতান্তরে লক্ষ লক্ষ মানুষ এখনো ঘরবাড়ী ও আশ্রয়হীন, পাচ্ছেন না ত্রান সহায়তাও।

ইন্টেরিয়র সেক্রেটারী মার রোক্সাস বলেছেন তাদের কাছে যত দ্রুত সম্ভব ত্রান পৌছানো দরকার। সবচেয়ে ক্ষতিগ্রস্থ ট্যাকলোবান শহরে সফরের সময় তিনি একথা বলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ত্রান দলের হেলিকপ্তারে শুক্রবার থেকে খাদ্য পানীয় ও চিকিৎসা সামগ্রী বিতরণ শুরু হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী এ পর্যন্ত হাইয়ানের আঘাতে মৃত্রের সংখ্যা দাড়িয়েছে সাড়ে চার হাজার জন।
XS
SM
MD
LG