সংযুক্ত আরব সরকার শুক্রবার জানিয়েছে যে, গুপ্তচরবৃত্তির দায়ে যাবৎজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ গবেষক, Matthew Hedges 'র মুক্তির অনুরোধ তারা বিবেচনা করে দেখছে I ৫ই মে তারিখে তাঁর গবেষণা সমাপ্তির আগে তাঁকে আটক করা হয় I ব্রিটিশ সরকারের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে I যুক্তরাজ্যে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন যে, তাঁর বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর I
তবে আরব উপদ্বীপে ব্রিটেন আরব আমিরাতের সঙ্গে যৌথ মহড়ায় অংশ গ্রহণ এবং অন্যান্য মিলিত স্বার্থ রক্ষার নিরিখে তাঁর মুক্তির বিষয়টি এখন বিবেচনাধীন I তাঁর কারাদণ্ড দুটি মিত্র দেশের সম্পর্কে অবনতি ঘটাতে পারে বলে সমীক্ষকদের ধারণা I