উগান্ডার সামরিক কর্মকর্তারা বলেছেন গণতান্ত্রিক কংগো প্রজাতন্ত্রের সীমান্তের কাছে ৪০ জন বন্দুকধারী নিহত হয় যখন নিরাপত্তা বাহিনী ও উপজাতীয় মিলিশিয়ার মধ্যে সংঘর্ষ হয়।
এক সামরিক মুখপাত্র টুইটারের মাধ্যমে জানিয়েছেন যে শনিবার উগান্ডার তিনটি জেলায় পুলিশ চৌকি এবং সেনা বাহিনীর ব্যারাকে ৪১ জন সশস্ত্র ব্যাক্তি হামলা চালায়।
পুলিশ সূত্রে বলা হয় হামলাকারীরা বন্দুক, বল্লম আর দা হাতে আসে। পুলিশ বলেছে আক্রমণকারীরা অন্তত ১২ জনকে হত্যা করে।
উগান্ডার তিনটি জেলা কাসিসি, এনতোরোকো এবং বুন্দিবুগিও এই তিনটি জেলাতেই রাষ্ট্রের বিরুদ্ধে উপজাতীয় সহিংসতার ইতিহাস রেয়েছে।